কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং এফআইভিডিবি- সূচনা প্রকল্প, কানাইঘাটের সহযোগিতায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে সূচনা কানাইঘাটের নীট্রেশন অফিসার এ কে এম শামীম, সূচনা কর্তৃক উপজেলার বিভিন্ন ইউনিয়নের অপুষ্টি প্রতিরোধে চলমান স্বাস্থ্য সেবা কার্যক্রমের বিষয়বস্তু সভায় তোলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ডাঃ ফয়েজ আহমদ, জেমসলিও ফারগুশন নানকা, আলী হোসেন কাজল, আব্দুল মন্নান, মাওঃ আবুল হোসাইন, মাসুদ আহমদ, আব্বাস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, সূচনার মনিটরিং অফিসার তানজিলা আক্তার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply