শাহীন আহমদ,কানাইঘাটঃ কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এডিপি প্রকল্প ২০১৯-২০২০ অর্থ বছরের বরাদ্দ থেকে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে ।
ইউপি হল রুমে অায়োজিত অনুষ্টানে চেয়ারম্যান অাব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও এবাদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: অাব্দুছ ছালাম ও ইউপি সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সকল মানুষের কল্যাণে কাজ করছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিফিন বক্স বিতরণ নিংসন্দেহে তাদের লেখাপড়ায় প্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের অাগামীর অালোকিত বাংলাদেশ বিনির্মাণে লেখাপড়া করে সুনাগরিক হওয়ার অাহ্বান জানান।
অঅনুষ্ঠানে ঝিংগাবাড়ী ইউনিয়নের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৫ জন শিক্ষার্থীদের হাতে হট টিফিন বক্স তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply