কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের পিতা উত্তর গোবিন্দপুর গ্রাম নিবাসী সমাজসেবী আলহাজ¦ আজিজুর রহমান বার্ধক্য জনীত কারনে সিলেট শহরস্থ ঝর্ণারপারের নিজ বাসায় আজ বুধবার সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি……….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ আসর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মাঠে আলহাজ¦ আজিজুর রহমানের জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাযায় কয়েক হাজারো মানুষ শরীক হন। জানাজা পূর্বে আলহাজ¦ আজিজুর রহমানের স্মৃতিচারণ করে তার আত্মার মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মোমিন চৌধুরী, আজিজুর রহমানের ছেলে পৌর মেয়র নিজাম উদ্দিন, দারুল উলূম মাদ্রাসার শায়খুল হাদিস মাও. শামসুদ্দিন দুর্লভপুরী। জানাজার নামাযে ইমামতি করেন দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী। উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান, দারুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী, কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, পৌর কাউন্সিলরবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে আজিজুর রহমানের লাশ পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়।
জানা যায়, আজিজুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। একজন প্রবীণ সদালিপি মুরব্বী হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল। এদিকে কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিনের পিতা বিশিষ্ট মুরব্বীয় আলহাজ¦ আজিজুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাবেক প্যানেল মেয়র ফখর উদ্দিন শামীম, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply