ডেস্ক রিপোর্ট::কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট সড়কটি দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। তিনি বলেন, ‘কুমিল্লা-সিলেট সড়কটির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এছাড়াও এ সড়কটির মাধ্যমে ১৫টি জেলার মধ্যে যোগাযোগ হয়। এ কারণে এই সড়কটির গুরুত্ব অপরিসীম ‘
রোববার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন।’
আলোচনাসভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম, ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার, কুমিল্লা সদর দক্ষিণ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহাদাত হোসেন তসলিম, নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক এবং বিজপুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা প্রমুখ।
Leave a Reply