-
- জাতীয়
- কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন।। নবীগঞ্জে মোবাইল কোর্টে ৩ লাখ টাকা জরিমানা
- আপডেট টাইম : November, 17, 2025, 9:23 pm
- 52 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নদীর তীর ভাঙনের ঝুঁকি থাকা সত্ত্বেও নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪(ক) ও ৫(ক) ধারার অধীনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
অভিযানে তাজাবাদ মৌজায় কুশিয়ারা নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কিশোরগঞ্জের হাজী সুনাই মিয়ার পুত্র মো. রিটন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা বালু স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ঘটনাস্থলেই অভিযুক্তের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি প্রত্যয় হাশেম বলেন,পরিবেশ সুরক্ষা ও নদীর তীর ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply