কুষ্টিয়া ৯শ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি সুমন আটক

সোহেল রানা কুষ্টিয়া প্রতিনিধি::  কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ৯শ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি সুমন হোসেন (২২) আটক করা হয়েছে। কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সিকদার আককাছ আলী, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই তৌহিদুল আনোয়ার ও এএসআই জোবায়ের হোসেন সহ ডিবি পুলিশের একটি টিম ভেড়ামারা ভবানীপুর উত্তর পাড়া ডাকেরবাড়ি এলাকায় মহাসিনের তামাক গোডাউনের সামনে অবস্থান নেয়। সংবাদ ছিল দৌলতপুর ধর্মদহ এলাকা থেকে পাবনার উদ্দেশ্যে ধান বোঝাই নছিমন গাড়িতে ফেন্সিডিল যাচ্ছে। এসময় নছিমন গাড়িটি ভেড়ামারা উপজেলার ভবানীপুর গ্রামের ডাকেরবাড়ি মোড়ে পৌঁছালে  নছিমন গাড়িটি থামিয়ে  গাড়ি বোঝাই ধান দেখতে পান। পরে সব বস্তা খুলে  চারটা ধানের বস্তা বোঝাই ফেন্সিডিল পাওয়া যায়। এসময় ফেন্সিডিল ব্যবসায়ী পাবনা জেলার চড়াইমারী এলাকার আসলাম প্রামানিকের ছেলে সুমন হোসেন কে আটক করা হয়। বস্তা খুলে মোট ৯শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম (বার) স্যারের নির্দেশে কুষ্টিয়া জেলাকে মাদক মুক্ত করতে হবে। স্যারের নির্দেশে আমরা কুষ্টিয়া জেলা মাদক মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত মাদক মুক্ত কুষ্টিয়া জেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কোন সার নেই। কোন প্রশাসনের লোক যদি মাদক কারবারিদের সহায়তা করে থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা