কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রগুলিসহ ৩ ডাকাত আটক

সোহেল রানা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি::কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি বন্দুক ৬রাউন্ড গুলি ও ২টি ধারালো দেশি অস্ত্র এবং তাদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক দুইটি ছিনতাকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি আটকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খবর আসে ডাকাতীর উদ্দেশ্যে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের হাউজিং এলাকার একটি পরিত্যাক্ত বাড়ির মধ্যে কয়েকজন ডাকাত অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত্বে কুষ্টিয়া মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করে। এসময় তাদের সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। আটককৃতরা হচ্ছে- শহরের হাউজিং এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে শৈশব আহম্মেদ তুর্য (২১), পুর্বমজমপুর এলাকার মৃত মন্টু মেগার ছেলে শামসুর রহমান মেগা সুমন ও আমলাপাড়ার রাকিবুল হাসানের ছেলে সায়েম রহমান জীবন (২০)। পরে তাদের দেয়া তথ্য মোতাবেক ডাকাতদের হেফাজত থেকে কুষ্টিয়া শহর থেকে ছিনতাইকরা ২ টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা