-
- জাতীয়
- কৃষি ব্যাংক নবীগঞ্জ শাখা শীঘ্রই নুরজাহান কমপ্লেক্সে স্থানান্তরিত হবে
- আপডেট টাইম : May, 5, 2023, 11:37 pm
- 129 বার
নবীগঞ্জ প্রতিনিধি::বাংলাদেশ কৃষি ব্যাংক নবীগঞ্জ শাখার শীঘ্রই স্থান পরিবর্তন হবে।
জানাযায়,বর্তমান স্থান পরিবর্তন করে অল্পদিনের মধ্যেই নবীগঞ্জ মধ্যবাজারে নূরজাহান কমপ্লেক্স লিঃ এ স্থানান্তরিত হবে।
বাগান বাড়ীর স্বত্বাধিকারী ও নূরজাহান কমপ্লেক্স লিঃ এর চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামের লন্ডন প্রবাসী আলহাজ্ব তালেব উদ্দিন আহমেদ ও বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি ব্যাংক স্থানান্তরের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
লন্ডন প্রবাসী তালেব উদ্দিন বলেন সর্বস্তরের মানুষের সেবায় আর্থিক লেনদেনে বাংলাদেশ কৃষি ব্যাংক নবীগঞ্জ শাখা হোক মানুষের আস্থাভাজন। বাংলাদেশ কৃষি ব্যাংক নবীগঞ্জ শাখা নুরজাহান কমপ্লেক্স লিঃ এ স্থানান্তর উপলক্ষে সকল গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী সহ এবং তাকে সার্বিক ভাবে যারা সব সময় সহযোগিতা করেছেন তাদের সবাইকে নুরজাহান কমপ্লেক্স লিঃ এর পক্ষ থেকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply