এসটিভি ডেস্ক:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি সরকার পরীক্ষা-নিরীক্ষা করবে । এই আশ্বাসে ৭ মে পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার বিকেলে সচিবালয়ে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সরকারের প্রতিনিধি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠক শেষে দু’পক্ষ এ সিদ্ধান্ত জানায়।
বৈঠক শেষে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা ইতিবাচকভাবে মূল্যায়ন করে আগামী মাসের মধ্যেই তাদের দাবি পূরণ করা হবে।’
আন্দোলনকারীরা বিবেকের ভাষা প্রয়োগ করবে-এমন প্রত্যাশাও করেন তিনি।
Leave a Reply