নবীন , নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে উপজেলা গেইটস্থ ছিদ্দিক টাওয়ারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকান্ডে সম্পুর্ণ ভষ্মিভুত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকান্ডের ফলে অসংখ্য গ্রাহকের গুরুত্বপূর্ণ দলিলাদি, পাসপোর্ট, ভিসা, কম্পিউটার, বিভিন্ন ধরনের অনলাইন শপিং এর মালামাল, পোশাক ও ইলেক্ট্রনিক্স মালামাল এবং তাদের অফিসের আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রাথমিক ভাবে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালিক শুভ চন্দ্র মল্লিক।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার দিলিপ দত্ত জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। যেহেতু এটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান, তদন্ত করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
Leave a Reply