কানাইঘাট প্রতিনিধি:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় কানাইঘাট বাজারে গণতন্ত্রের বিজয় পালনের লক্ষ্যে দলের নেতকর্মীরা মিছিল বের করেন। আনন্দ মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, কাউন্সিলর মাসুক আহমদ, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দিন, ত্রাণ বিষয়ক সম্পাদক মুফিজ উদ্দিন বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, সম বিষয়ক সম্পাদক হোসন আহমদ, উপ-প্রচার সম্পাদক মীর মোহাম্মদ আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য রফিক আহমদ, কাউন্সিলর তাজ উদ্দিন, আব্দুল লতিফ, মুহিবুর রহমান, ইকবাল হোসাইন, শামীম উদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক খাজা শাহিন আহমদ, আ’লীগনেতা মখদ্দুছ আলী, উপজেলা যুবলীগের আহ্বয়াক এনামুল হক সহ উপজেলা যুবলীগ, শ্রমিলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে প্রত্যাখান করে দেশের মানুষ আওয়ামীলীগকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় পাঠিয়েছে। দেশের উন্নয়নে ধারা বজায় রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের দ্বারা আমাদের বজায় রাখতে হবে। পথ সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবন্দ সহ সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল কে দলের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান কে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সেই সাথে নবগঠিত জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে অভিনন্দন জানানো হয়।
Leave a Reply