ডেস্ক রিপোর্ট:দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন আইইডিসিআর- এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও চার জন। এ নিয়ে সুস্থ বাড়ি ফেরার সংখ্যা ১৫।
আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘সুস্থ হওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ছয় জন নারী। তাদের গড় বয়স ২৯ বছর। সর্বনিম্ন বয়স দুই বছর।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘আমরা কেউ ঘরের বাইরে যাবো না। এটি শক্তভাবে পালন করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতি সম্প্রসারণ করেছি। আপনারা সেখানেও যোগাযোগ করুন। এ ছাড়া, আইইডিসিআরের হটলাইন সব সময় খোলা আছে।’
Leave a Reply