গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় করোনায় নতুন আক্রান্ত ৮, মৃত্যু ২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় গোবিন্দগঞ্জ ও সদর উপজেলায় আরও দুই জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো।

বুধবার (২৪ জুন) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ছয়জন, পলাশবাড়ী ও সদর উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।

জেলায় মোট ২২৮ জন আক্রান্ত রোগীর মধ্যে গোবিন্দগঞ্জে ১০৩, সদরে ৩২, সাদুল্লাপুরে ২৮, পলাশবাড়ীতে ২৫, সন্দুরগঞ্জে ১৭, সাঘাটায় ১৫ ও ফুলছড়ি উপজেলায় ৮ জন।

আক্রান্তদের মধ্যে ৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৬৬ জন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জরুরি চিকিৎসার দিতে দুটি অ্যাম্বুলেন্স ও দুটি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১শ বেডের আইসোলেশন সেন্টারও প্রস্তুত রয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, করোনার বিস্তার মোকাবিলায় এরই মধ্যে গোবিন্দগঞ্জ, সদর ও পলাশবাড়ীর বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা