-
- জাতীয়
- গাইবান্ধায় বিশাল আয়োজনে জন্মষ্টমী উৎসব পালিত
- আপডেট টাইম : August, 23, 2019, 7:31 pm
- 375 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধায় ২৩ আগস্ট শুক্রবার জন্মষ্টমী উৎসব পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে সকালে জেলা শহরের ভি-এইড রোড কালিমন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রা শেষে ভি-এইড রোড কালিমন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীকৃষ্ণের পূজা ও প্রসাদ বিতরণ করা হয়।
শেষে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বক্সী সূর্য্যর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, প্রফেসর সমীর সরকার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সাংবাদিক গোবিন্দলাল দাস, উজ্জল চক্রবর্ত্তী, বিমল সরকার, সুদেব চৌধুরী, সুজন প্রসাদ, রঞ্জন সাহা, চঞ্চল সাহা, রকি দেব প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply