ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধায় জেলা প্রশাসন ও সরকারি গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালী, বই পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ ৫ ফেব্রয়ারী বুধবার সকালে গ্রন্থাগারের নিজস্ব চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে নিজস্ব মিলনায়তনে জেলা গ্রন্থাগারিক রেমিনা জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. খলিলুর রহমান, ব্র্যাকের রেজাউল করিম প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজ নামটা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ প্রতিযোগিতায় ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply