-
- জাতীয়
- গাইবান্ধায় ১০৩ টাকায় চাকরি পেয়ে আনন্দাশ্রু ঝরালেন প্রার্থীরা!
- আপডেট টাইম : July, 5, 2019, 6:11 pm
- 396 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ আই,জি,পি ডঃ জাবেদ পাটোয়ারী এর নির্দেশে গাইবান্ধা জেলায় মাত্র ১০৩ টাকাই চাকরি হল।
জানা যায়, ১০৩ টাকা খরচেই পুলিশের চাকরি দিলেন ১৪৪ জন তরুন-তরুনীকে।
চাকরি প্রার্থী তরুন/ তরুনীরা আনন্দে কাঁদলেন শারিরীকভাবে সম্পূর্ণ যোগ্য,লিখিত পরীক্ষায় ভাল নম্বর পাওয়া ও মৌখিক পরীক্ষায় ভাল করার পর প্রাথমিকভাবে নির্বাচিত ১৪৪ জন মেধাবী পুলিশ কনস্টেবলের একটি তালিকা টানালেন। যাতে স্থান পেয়েছে সমাজের সুবিধাবন্চিত ও হত দরীদ্র একটি অংশ।
গত ২৯ জুন শনিবার শুরু হওয়া পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শারীরিকভাবে যোগ্যপ্রার্থীরা ইং ৩০/০৬/২০১৯ তাং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দিনই ইং ০৩/০৭/২০১৯ তাং মৌখিক পরীক্ষায় অংশ নেয়।
প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশের পর যোগ্য/মেধাবী ও তদবিরবিহীনরা চাকরির তালিকায় নিজদের নাম দেখে আনন্দাশ্রু ধরে রাখতে না পেরে হাওমাও করে কেঁদে ওঠে।
পুলিশ সুপার এর আশ্বাসে ভরসা করে একের পর এক মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাতে পেতে যাচ্ছেন স্বপ্নের চাকরির নিয়োগপত্র।
উত্তীর্নরা তাই গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম এর জন্য দোয়া /আশীর্বাদ করছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply