নবীগঞ্জ প্রতিনধি: নবীগঞ্জ উপজেলার গােপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে যােগ দান করেছেন পুলিশ পরিদর্শক সামসছুদ্দিন খান। গত শুক্রবার তিনি যােগদান করেন। এর আগে তিনি ৪ বছরের ও বেশী সময় ইনাতগঞ্জ পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন। ইনাতগঞ্জ পুলিশ ফাড়িতে তিনি সততাও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ইনাতগঞ্জ পুলিশ ফাড়িতে ইনচার্জ হিসেব যােগদান করেছন গােপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম।
Leave a Reply