ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে তানিয়া (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বালিয়ামারী (খলসী চাঁদপুর) এলাকায় চড়পাড়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।তানিয়া একই উপজেলার তালুকরহিমাপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, তানিয়া তার মামাতো বোনের বিয়ের দাওয়াতে দু’দিন আগে চড়পাড়া গ্রামের মামা বুলু মিয়ার বাড়িতে আসে। শুক্রবার দুপুরে তানিয়া তার দুই মামাতো বোনের সঙ্গে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় টানা তিন ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে তানিয়ার মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।
Leave a Reply