গোবিন্দগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে থানা পুলিশের লিফলেট বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ”
অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলুন, আতংকিত না হয়ে, আসুন সতর্ক হই” এই প্রতিপাদ্যে- করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক গোবিন্দগঞ্জ  থানা পুলিশ এর সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের আয়োজনে ১১ মার্চ বুধবার বিকালে চার মাথার  লিফলেট বিতরনের উদ্বোধন করেন অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান। এ লিফলেটে তিনটি মুল বিষয়ের সার সংক্ষেপ তুলে ধরে লিফলেটে বলা হয়- করোনা ভাইরাস ছড়ানো সংক্রান্তে বলা হয় মূলত বাতাসের এয়ার ড্রপলেট এর মাধ্যমে। হাচি ও কাশির ফলে। আক্রান্ত ব্যাক্তিকে স্পর্শ করলে। করোনা ভাইরাসের লক্ষন সংক্রান্তে বলা হয়: সর্দি,কাশি, জ্বর, মাথাব্যথা, গলাব্যথা। মারাত্বক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া। শিশু, বৃদ্ধ, ও কম রোগ প্রতিরোধে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় উল্লেখ রয়েছে: এখনো এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় বিস্তাররোধেই প্রতিরোধের উপায়। মাঝে মাঝে সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, হাচি কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা। ঢান্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা। বন্য জন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা। মাংস ডিম ভালভাবে রান্না করা। মুখে মাক্স ব্যবহার করা যেতে পারে। হাচি কাশি দেওয়ার পর, রোগীর সেবা শুশ্রুষা করার পর, টয়লেট করার পর পশুপাখি কিংবা পশুপাখির মল স্পর্শ করার পর খাবার প্রস্তুত করার আগে ও পরে পরিস্কার করে হাত ধুতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা