ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের রাজমতি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ পৌর শহরের চাষকপাড়ার বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, সকালে নজরুল বাইসাইকেল চালিয়ে ব্যক্তিগত কাজে গোবিন্দগঞ্জ শহরে আসছিলেন।
তিনি রাজমতি মার্কেটের সামনে পৌঁছলে ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
Leave a Reply