গোবিন্দগঞ্জে যাত্রীবাহি নৈশকোচ উল্টে ৫ জন নিহত॥ আহত ১৫ হয়েছে

শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি::গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত এবং ১৫জন আহত হয়েছে। গত রাত ৩টার সময় ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে আহত দের হাসপাতালে ভর্তি করায়।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচ গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং অপর ১৫জন গুরুতর আহত হয়। এর মধ্যে নিহত ৪ জনের পরিচয়া পাওয়া গেছে। তারা হলেন রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম, টাঙ্গাইলের সুনীল কুমার ও বাসের হেলপার লালমণির হাটের হাতীবান্ধা থানার দোয়ানী গ্রামের বিদ্যুৎ।

আহত যাত্রীরা জানান, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। দুঘর্টনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টীম গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা