গ্রিসে দুর্বৃত্তের গুলিতে নিহত নবীগঞ্জের মমিন ও শাহিনের লাশের অপেক্ষায় স্বজনরা

সংবাদদাতা নবীগঞ্জ::
গ্রিসে দুর্বৃত্তের গুলিতে নিহত মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল মমিন ও নুর হোসেনের পুত্র শাহীনের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে এখনও  মাতম চলছে। থামছে না কান্না। তাদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে। স্তব্ধ হয়ে গেছেন এলাকাবাসীও। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা।

হত্যাকান্ডের খবর পাওয়ার পর থেকেই নিহতদের বাড়ির সদস্য ও স্বজনদের মধ্যে এমন  মাতম চলছে। এই দুই রেমিটেন্স যোদ্ধার পরিবারের লোকজন অশ্রুশিক্ত নয়নে অপেক্ষা করছেন কখন তাদের লাশ বাড়ি ফিরবে।
সরকারের কাছে  তাদের একমাত্র চাওয়া  দ্রুত যেন তাদের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
স্বজনরা জানান, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ১৪ বছর আগে ইউরোপের দেশ গ্রিসে যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাম
ড়াখাই গ্রামের আব্দুল মমিন। তার মতো একই আশায় মাত্র ২ বছর আগে গ্রাম গ্রীসে যান একই গ্রামের শাহীন মিয়াও।
সেখানে একটি কন্টেইনার কোম্পানির নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করছিলেন তারা। মঙ্গলবার রাতে হঠাৎ করে একদল দুর্বৃত্ত দুটি কন্টেইনারে ডাকাতির চেষ্টা চালায়। এতে বাধা দিলে মমিন ও শাহীনকে গুলি করে হত্যা করে তারা।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলছেন, লাশ দেশে ফেরাতে সবধরনের সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা