ডেস্ক রিপোর্ট:: রবিবার সকালে গণভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, চাকুরি থেকে কাউকে বিতাড়িত করা হবে না। তিনি দেশীয় পণ্যেও উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির তাগিদ দেন তিনি। তিনি দেশবাসীকে ঘরের বাইরে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখারও আহবান জানান। তিনি বলেন, আমাদের দেশে এখনো করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঘটেনি, এটি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বিদেশ থেকে আগমন নিরুৎসাহিত করাসহ এ ব্যাপারে তিন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে নিহত ৮ জনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
Leave a Reply