নোয়াখালী প্রতিনিধি:ঘূর্ণিঝড় ফণীর আঘাতে নোয়াখালীর উপকূলীয় চরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। গৃহহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
সরকারি হিসেবে নোয়াখালী সদর, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ৬৮৯টি বাড়ি সম্পুর্ণরূপে এবং ৩৩৩টি বাড়ি আংশিক বিধস্ত হয়। এতে ৬৮৯টি পরিবার খুব বেশি ক্ষতিগ্রস্ত এবং ৭০টি পরিবার বেশি ক্ষতিগ্রস্ত এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৬৩টি পরিবার।
আকষ্মিক ঝড়ে বাড়িঘর, সম্পদ সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারগুলো। চাহিদার তুলনায় সরকারি বেসরকারি সহায়তা যা পাচ্ছে তা অতি সামান্য বলে জানিয়েছেন তারা।
জেলা প্রশাসক তন্ময় দাস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অস্থায়ীভাবে নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হযেছে। বিকেলে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ টাকা দেয়া হবে। এছাড়া যাদের বাড়িঘর বিধস্ত হয়েছে তাদেরকে দ্রুততম সময়ের নতুন ঘর করে দেযার বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে।
Leave a Reply