ডেস্ক রিপোর্ট:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা চলছিলো তার। সোমবার (১৫ জুন) ভোররাতের দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকদের বরাত দিয়ে তার পুত্র ডাঃ আরমান আহমদ শিপলু নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হয়। ৬ জুন সকালে বমি আর জ্বর দেখা দিলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ঢাকায় তাকে প্লাজমা থেরাপি দেয়া হলে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হচ্ছিল। সর্বশেষ আজ সোমবার ভোর রাতে বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুবরণ করেন।
Leave a Reply