বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥ গোপন তথ্যের ভিত্তিতে ২৮ এপ্রিল শুক্রবার বিকাল ৪টা ১০ মিনিটের সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প মৌলভীবাজারের একটি আভিযানিক দল মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর গোল চত্ত্বর এলাকা থেকে ধর্ষন মামলার আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, শ্রীমঙ্গল থানায় গত ২৮ তারিখ ৩৪ নাম্বার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) তৎসহ পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(১/২) ও ৩২৮/৫০৬ পেনাল কোডে একটি মামলার এজাহারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার স্বস্থিপুর এলাকার মখলিছ মিয়ার পুত্র মো: বদরুল মিয়া (২৫)। গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষন করে ও তার ব্যবহৃত মোবাইল ফোনে ধর্ষনের ভিডিও ধারণ করে রাখে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে কয়েকটি মোবাইল ও ১টি মানি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার- সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার।
Leave a Reply