হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি চা বাগারে ফ্যাক্টরীর ভবনের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনাটি আজ বৃহস্পতিবার সকাল সকাল ১১ টায় ঘটে। নিহত শ্রমিকরা হলেন-ওই বাগানের দিনেশ মোন্ডার ছেলে অজিত বাপ্পি (৩০) ও একই বাগানের আমিন মালের ছেলে স্বপন মাল (৩৪)।
চা শ্রমিক অনিল মোড়া জানান, বাগানের ফ্যাক্টরীর পুরাতন ভবনের সংস্কার কাজ করতে ভবনে দেয়ালের উপরে উঠেন অজিত বাপ্পি ও স্বপন মালা। এ সময় দেয়াল ভেঙ্গে পরলে তারা নিচে যান। এতে গুরুতর আহত হয় ওই দুই শ্রমিক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ বিনতী শর্মা তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কর্মরত পুলিশের এসআই নেসার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply