ছাতকে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার, ৩ আসামি

ডেস্ক রিপোর্ট ::ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত ১ জন, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এসআই আখতার, এএসআই সাহাব উদ্দিন ও এএসআই বিশ্বজিৎ-এর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আব্দুল মনাফের পুত্র ও সিআর মামলার সাজাপ্রাপ্ত (মামলা নং ১৩৯/১৯) আসামি আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি (মামলা নং ২৪০/২৩) আলমগীর হোসেন এবং ছাতক থানায় দায়ের করা জিডি নং ৭৪৭ এর ভিত্তিতে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের নিরঞ্জন রবি দাসের পুত্র হৃদয় রবি দাসকেও আটক করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা