বুলবুল আহমদ ॥ গোপন সংবাদেও ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ৮ টার সময় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলের এএসপি সত্যজিত কুমার ঘোঘ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্ত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকা থেকে ১৫৪ বোতল বিদেশী মদ জব্দসহ মোঃ দুলাল মিয়া (৩৬), মোঃ হেলাল মিয়া (৩২)কে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার দিনাইটুক গ্রামের মোঃ মোজাম্মেল আলীর পুত্র। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply