ছাতকে হত্যা মামলাসহ তিন আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি:ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলাসহ নিয়মিত মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের একাধিক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দিঘলী-ভেরাজপুর গ্রামের মো. ময়না মিয়ার পুত্র মো. তাজ উদ্দিন (৩৫) এবং ছইফ উদ্দিনের পুত্র মো. জাকির হোসেন (২৫)। তারা ছাতক থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (মামলা নং-২২(৫)২৫) পলাতক আসামী।

এছাড়া, পৃথক অভিযানে ছাতক থানার নিয়মিত মামলা নং-১৬(০৪)২৫-এর পলাতক আসামী বিনোদপুর গ্রামের মৃত আরিছ আলীর পুত্র মো. খালেদ মিয়া (৩৬)কে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন ছাতক থানার এসআই আখতারুজ্জামান। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা