জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::রঈসুল ক্বোররা,ওয়াল মুফাসসিরীন,উস্তাযুল মুহাদ্দিসীন,সুলতানুল আরেফিন শামসুল উলামা আল্লামা ছাহেব ক্বিবলাহ ফুলতলী(র:)এর প্রতিষ্ঠিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের সুনামগঞ্জের জগন্নাথপুরের শাখা কেন্দ্র চিলাউড়া-রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার (২৭ রমজান) বাদ জোহর বিদায়ী অনুষ্টান,পুরুস্কার বিতরণী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেম্বার মো:মছদ্দর মিয়া সভাপতিত্বে ও কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম তরুন সমাজ সেবক,শিক্ষানুরাগী আবুল হাশিম ডালিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ক্বারী সোসাইটির সাবেক সভাপতি, হবিবপুর ও কেশবপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক খালিফায়ে ফুলতলী হযরত আল্লামা ক্বারী মুফতী গিয়াস উদ্দিন।
অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রধান ক্বারী মাও: তাজুল ইসলাম গাজী, রসুলপুর গ্রামের তরুন সমাজ সেবক প্রবাসী শাহ আলম,কেন্দ্রের সহ-নাজিম ছাব্বির আহমদ,ক্বারী মাওলানা রফিকুল ইসলাম,দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্র এর উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের প্রধান ক্বারী হাবিবুর রহমান,কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য তোতা মিয়া, দিলোয়ার হোসেন লিলু,ছবির খান,রসুলপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র শাকিল আহমদ,রসুলপুর মাদ্রাসার প্রাক্তন ছাত্র কবি আসাদ চৌধুরী।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাবে জামাতের ছাত্র মামুন মিয়া,ক্বিরাত পরিবেশন করেন রাবে জামাতের ছাত্র মাহবুবুর রহমান,নাতে রাসুল পরিবেশন করেন ক্বারীয়া তানিয়া আক্তার,শানে ফুলতলী পরিবেশন করেন ক্বারী ইমরান মিয়া,আওয়াল জামাতের ছাত্রী সাদিয়া আক্তার,সানী জামাতের ছাত্র মঈনুল,ফাহিম, রেদুয়ান ও তার দল।
বিদায়ী অনুষ্টানে কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি,নাজিম,প্রধান ক্বারী,ক্বারী ক্বারীয়া ও কমিটির সকল সদস্যদেরকে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রধান করা হয়। শ্রদ্ধাঞ্জলী পড়ে শুনান রাবে জামাতের ছাত্র আবু বক্কর সিদ্দিক।কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ফেরদৌস রহমানের বড় ভাই স্পেন প্রবাসী সাহিদ আলীর পক্ষ থেকে ও ক্বারীয়া রুনা আক্তারের পক্ষ থেকে কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি,নাজিম,প্রধান ক্বারী,ক্বারী ক্বারীয়া, কমিটির সকল সদস্যদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।ছাত্রছাত্রীদের কে কেন্দ্রের পক্ষ থেকে পুরুস্কিত করা হয়।
অনুষ্টানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী ফজলু মিয়া,শরিফ খান, কেন্দ্র পরিচালনা কমিটির সহ-সভাপতি রাফিক মিয়া,সদস্য গিয়াস উদ্দিন,এলাইছ মিয়া,সাজ্জাদুর রহমান,রসুলপুর গ্রামের ধনাই মিয়া, গুলজার মিয়া, আলতাব খান, উত্তর রসুলপুরের আব্দুল মান্নান সহ কেন্দ্রের ক্বারী তানবিরুল ইসলাম,ক্বারী হাবিবুর রহমান,ক্বারীয়া রুনা আক্তার,ক্বারীয়া নিলিমা আক্তার,ক্বারীয়া তামান্না আক্তার,ক্বারীয়া সিমা আক্তার।মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতী গিয়াস উদ্দিন।
Leave a Reply