জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নামাদপুর গ্রামে ইউসুফ আলী মার্কেটে গতরাত ২টার সময় পূর্ব শত্রুতারজের ধরে সেলুনে থাকা সিএনজি সহ ৫লক্ষাদিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার রাতে সেলুন দোকানে মালিক সিএনজি সহ তালাবন্ধ করে বাড়ীতে চলে যান। রাত ২টার সময় হঠাৎ করে আগুনের শিকা দেখতে পান মার্কেটের মালিক ইউসুফ আলী। পরে তার চিৎকার শুনে গ্রামবাসী সহ বাজারের লোকজন মিলে আগুন নেভানো চেষ্টা করেন এবং যাতে বিদ্যুৎ ধারের সাহায্যে অন্য কোথাও আগুন প্রবাহিত না হয় সে জন্য মসজিদের মাইকে আগুন লাগার কথা ঘোষনা করা হয়। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ না করতে পেরে পরে গ্রামবাসীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নেভানোর পর দেখতে পান দোকানে থাকা মালামাল সহ সিএনজি পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে নাদামপুর গ্রামের সোয়াব উল্লাহ ছেলে রাশেদ মিয়া জানান, আগুন লাগার পর চিৎকার শুনে আমরা গ্রামবাসী ঘটনাস্থলে আসলে দোকানে ছাটার খুলে দেখতে পাই পিছনে জানালাটি খুলা আগুন লাগার বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয়। কেননা দোকানে ভিতরে বিদ্যুতের কোন লাইনে সংযোগ দেওয়া ছিলনা।
এ ব্যাপারে মার্কেটের মালিক ইউসুফ আলী জানান, আমার মার্কেটের আগুন লাগার বিষয়টি পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে। আমার সিএনজি গাড়ী যার নাম্বার সিলেট থ ১১-৪৯৩৭ এ গাড়ীটি পুড়িয়ে ফেলার জন্যই যে দোকানে গাড়িটি ছিল সে দোকানে আগুন লাগানো হয়।এতে আমার সিএনজি সহ সেলুনে থাকা মালামাল মিলে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply