জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, গোতগাঁও গ্রামের শাহীন(৩০), জালালপুর গ্রামের সাইদুল হক (৪৫) নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মামুন (২৫), আলীগঞ্জ সিএনজি ও টমটম ম্যানাজার হাফিজ মিয়া (২৭), ও জালালপুর গ্রামের সুহেল মিয়া (২৩) ।
গুরুতর আহত শাহীনকে ওসমানী মেডিকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় ইনাতগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গোতগাঁও গ্রামের লালা মিয়ার ছেলে নজমুল ইসলামের নেতৃত্বে অটোরিকশা টমটম ড্রাইভার সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্র সহ আলীগঞ্জ স্ট্যান্ডের উপরোক্ত শ্রমিকদের উপর হামলা করে আহত করে। স্থানীয়রা জানান, গোতগাঁও গ্রামে কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) দীর্ঘ দিন ধরে তাদের গ্রামে নিজস্ব ষ্ট্যান্ড হিসেবে যাত্রী বহন করে আসছে।
এলাকার অন্য কোন টমটম গোতগাঁও গ্রামে প্রবেশ করতে পারেনা। ঘটনার দিন গোতগাঁও গ্রামে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চারটি ওয়ার্ডের সরকারী বিজিএফ এর চাল বিতরণ করা হলে এলাকার জনসাধারণ টমটম গাড়ী রিজার্ভ করে চাল আনতে যান। এসময় গোতগাঁও গ্রামের নজমুল ইসলাম সহ কয়েকজন মিলে আলীগঞ্জের টমটম গাড়ীর ড্রাইভারদের চাল আনতে নিষেধ করে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আলীগঞ্জের টমটম শ্রমিকরা গোতগাঁও গ্রামের টমটম গাড়ী আটক করে। পড়ে গোতগাঁও গ্রামের টমটম মালিক নাজমুল ইসলাম সহ ১০/১৫ জন সংঘবদ্ধ হয়ে আলীপুর গ্রামের নিকটে এসে উপরুক্ত শ্রমিকদের উপর হামলা করে। সংঘর্ষের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনসময় আবার সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বিষয়টি নিস্পত্তির ব্যাপারে কোন উদ্দোগ নেয়া হয়নি।
Leave a Reply