জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক ব্যক্তি খুন হয়েছেন। এঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের তখলিছ মিয়া (৫৮)এর সাথে তার চাচাতো ভাই ময়না মিয়ার জমি নিয়ে পূর্ব বিরোধ চলছিল। গত ২৩ মে সন্ধ্যার দিকে তকলিছ মিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে ময়না মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ময়না মিয়া ও তার ছেলে সায়েক মিয়া সহ আরো কয়েকজন মিলে তখলিছ মিয়া কে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তখলিছ মিয়া কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস.আই) রাজিব রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান,হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ময়না মিয়া (৫০) ও তার ছেলে সায়েক মিয়া (২২)কে আটক করা হয়েছে। এবং লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply