জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে কাভার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের আব্দুর নুরের ছেলে।
শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নারিকেলতলা গ্রামের গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহি ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন মোটরসাইকেল চালক মুন্না মিয়া (২৩), আরোহি আব্দুল হাই (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অনন্ত গোলাম আলীপুর গ্রামের মাঠে ফুটবল খেলা দেখতে আসা ওই তিন যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নারিকেলতলা গ্রামের গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ে বিপরীত দিকে থেকে আসা কাভার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল থাকা তিন যুবক গুরত্বর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক গুরত্বর অবস্থায় রাজন মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন।
পরে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক রাজন মিয়াকে মৃত ঘোষনা করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনারস্থল পরিদর্শন করে কাভার ভ্যানটিকে আটক করা হয়েছে। লাশ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।
Leave a Reply