জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার গয়াসপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল মিয়া (৪৫),একই থানার শক্তিয়ারগাও গ্রামের মৃত রাজাই মিয়ার ছেলে আব্দুস শহীদ (৪৫) এবং জগন্নাথপুর থানার গুঙ্গিয়ারগাও গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে হিরন মিয়া (৪০)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাত দশ ঘটিকার সময় এসআই সাইফুল আলম এর নেতৃত্বে একদল পুলিশ কলকলি বাজার সংলগ্ন ডালিয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে কামাল মিয়া (৪৫), আব্দুস শহীদ (৪৫), হিরন মিয়া (৪০)কে গ্রেফতার করেন। এসময় তাদের নিকট থেকে ১২০ গ্রাম গাজা উদ্বার করে।
এসআই সাইফুল আলম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সোমবার কোর্টে প্রেরন করা হয়েছে।
Leave a Reply