শাহ এসএম ফরিদ,জগন্নাথপুর থেকে:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমে উঠেছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু-ছাগলের হাট।ঈদের বাকী আছে হাতে গোনা আর কয়েক দিন,এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে উপজেলার বাজারগুলো।অন্যান্য বছর পাশ্ববর্তী দেশ থেকে কোরবানী উপলক্ষ্যে গরু আসলেও এই বছর গরু এসছে তুলনা মূলক কম।ফলে উপজেলাবাসীকে কোরবানীর জন্য এবার দেশী গরুর উপর নির্ভর করতে হবে।বাহিরের গরু না আসাতে দাম চড়াও দেশীয় গরুর।অন্যান্য বছরের তুলনায় এবার গরু প্রতি ১৫-২০ হাজার টাকার বেশী দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,ক্রেতাগন এবার বৈশাখ মাসে ফলন ভাল হওয়ায় কৃষি প্রধান অঞ্চল ও প্রবাসীদের এলাকায় বিদেশী টাকায় গরু ক্রয় করতে বাজরের আসছেন।ক্রেতারা বাজারে গিয়ে গরুর দাম দেখে রীতিমত অবাক।ঈদের আগে বাইরের গরু না আসলে বেশী দামে দেশী গরু দিয়েই এবার কোরবানী করতে হবে জগন্নাথপুর উপজেলাবাসীকে।ঈদের এখনো ৮ দিন বাকী থাকায় অনেকে গরুর দাম কম হওয়ার কথা চিন্তা করে এখনো গরু ক্রয় করছেন না।বাইরের গরু না আসায় ঈদ পর্যন্ত রাখলে আরো ভালো দাম পাওয়ার আশায় গরু সহজে বিক্রি করছে না বিক্রেতারা।উপজেলার গরুর বাজার হয় শুক্রবারে রসুলগঞ্জ বাজারে, রবি ও বুধবার জগন্নাথপুর বাজারে, বৃহস্পতি ও সোমবার রাণীগঞ্জ বাজারে বসে এছাড়াও ঈদ উপলক্ষে বিশেষ গরুর বাজারের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কৃষক মুনজুর আহমদ বলেন,ঈদ উপলক্ষ্যে ৬-৮ মাস আগে দুই জোড়া ষাঁড় কিনেছি ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে।বাজারে গো খাদ্যের দাম বেশী হওয়ায় দুটি গরুতে অনেক টাকা খরচও হয়েছে। আজ ১৩ আগষ্ট সোমবার বাজারে ষাঁড় দুটি ১ লাখ ৩০ হাজার টাকা বিক্রি করেছি।বাইরের গরু না আসাতে এই বছর আমার মতো অনেক ক্ষুদ্র কৃষক ভালো দাম পাইছি।এভাবে যদি প্রতি বছর বিভিন্ন দেশ থেকে গরু আসা বন্ধ থাকে তাহলে কৃষকরা গরুর ভালো দাম পাবে।
রানীগঞ্জ বাজারের সহ ইজারাদার দিদার আহমদ সুমন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রানীগঞ্জ বাজারে দেশীয় গরুর চাহিদা বেশী।তাছাড়া রানীগঞ্জ বাজার জগন্নাথপুরের মধ্যে সবচেয়ে বড় বাজার হওয়াতে এখানে বাইরের ব্যাপারীই বেশী আসেন।বিশেষ করে আমাদের বাজারের যে কোন পশু ক্রয় করলে ৫০০ টাকা সিট দিলে চলে যা উপজেলার অন্য বাজারে এরকম ব্যবস্থা নাই।ঈদ উপলক্ষ্যে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য নিজস্ব পাহারাদার বাহিনীর উপস্থিতির পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply