জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট::সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম দস্তগীর জনিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বুধবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং পাইলগাঁও (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলার অজ্ঞাত আসামি হিসেবে জনিকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় আরও ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়।

এজাহারভুক্ত ৫২ জনের মধ্যে ১২ জন গত ২-৩ বছর ধরে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। এ মামলায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা