শাহ এসএম ফরিদ জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে নারী শিশু ও হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী সহ ৩ জন গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পৌর শহরের হবিবনগর গ্রামের মৃত উলফত উল্লাহ ছেলে মকবুল মিয়া, সৈয়দপুর-শাহাড় পাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের মৃত আ. হেকিমের ছেলে মো. মাহতাব আলী (৪৫), রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত আশ্বাদ উল্লাহ ছেলে মো.শামিম মিয়া (৩৮)।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গত শনিবার এসআই সাইফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ তার নিজ এলাকা হইতে নারী শিশু (১২৯/১৮) মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী মকবুল মিয়াকে গ্রেফতার করেন।
অপরদিকে গত শনিবার এসআই মো.লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া জগন্নাথপুর থানার মামলা নং-১১, আসামী মো.মাহতাব আলীকে গ্রেফতার করেন।
এ ছাড়াও এএসআই মো.সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত শনিবার রাতে নিজ এলাকা থেকে অভিযান পরিচালনা করে জিআর ১০৪/০৭ ও দায়রা ৪৩/০৮ এর হত্যা মামলার পরোয়ানা ভুক্ত আসামী মো.শামিম মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মো.লুৎফুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply