শাহ এস এম ফরিদ জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী, কালোব্যাজ ধারণ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বুধবার(১৫আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরশহরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় র্যালিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্তপাল ও সালেহা পারভীনের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আকমল হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তার,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো.হারুনুর রশিদ চৌধুরী,জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মখলেছুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মো.জয়নার আবেদিন,কৃষি অফিসার মো.শওকত উসমান মজুনদার,মৎস্য অফিসার ওয়াহিদুর আবরার,উপজেলা যুবলীগের সভাপতি মো.কামাল উদ্দিন,সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ। এদিকে দিবসটি উপলক্ষে পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোকর্যালি, আলোচনা সভাসহ শিশুদের অংশগ্রহনের মিলাদ মাহফিল, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
Leave a Reply