জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে কুলসুমা নামের একটি শিশু গত মঙ্গলবার পৌরশহরের হবিবপুর হতে বাসে উঠে ভবের বাজার যাওয়ার পর ড্রাইভার বাস কাউন্ডারের ম্যানেজার আবদুর কাদিরের কাছে রেখে যায়।সাথে সাথে এনাতনগরের বাস ম্যানেজার আবদুল কাদির নিজে জগন্নাথপুর থানায় পুলিশের হেফাজতে শিশুটি রাখেন।
ঐ দিন জগন্নাথপুর সহ দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল ও পরের দিন বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটি পিতা,মাতার সন্ধান পেতে নিউজ ছাপা হয়।সবার সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুটি ফিরে পায় পরিবারকে। গত বুধবার রাত ১২টা ৩০ মিনিটে জগন্নাথপুর থানা পুলিশ হেফাজতে থাকা শিশুটি তার মা ফাতেমা বেগম ও পিতা দুলাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির পরিবার বর্তমানে ঢাকার যাত্রাবাড়ি থানার মাথুয়াইল কবরস্থান এলাকায় বসবাস করেন। হস্তান্তরের সময় জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম,এসআই সাইফুল আলম,এএসআই শাহীন চৌধুরী,এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ এর জগন্নাথপুর কর্মকর্তা শাহজাহান আহমদ সহ আর অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply