শাহ এস এম ফরিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বৃহত্তর জালালপুর গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, ইয়র্ক আওয়ামিলীগ ইউ’কে’র সভাপতি রাকিব আলী বাংলাদেশে আগমন উপলক্ষে উপজেলার পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার দুপুর দুইটায় স্থানীয় আলীগঞ্জ বাজারে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রাহমান ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদের সহিত আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন ইয়র্ক আওয়ামিলীগ ইউ,কে’র সভাপতি সংবর্ধিত অতিথি রাকিব আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাকিল হোসেন পাইলগাঁও ইউনিয়ন শ্রমীক লীগের সভাপতি তমিজ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আশাহিদ আলী আশা, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক, পাইলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি তুফায়েল মিয়া, সাধারণ সম্পাদক শিপন খান, সাংগঠানিক সম্পাদক ফয়েজ খান,দপ্তর সম্পাদক বিশ্বজিৎ রায়, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে জালালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সুনো মিয়া, সাধারণ সম্পাদক টিপু সুলতান সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply