জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে দেলোয়ার হোসেন (২৭)।নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (পন্ডিতা) গ্রামের আমির উদ্দিনের ছেলে।শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের লোকজনের অগোচরে নিজ বসতঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে দোলোয়ার হোসেন আত্মহত্যা করে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য শনিবার লাশ সুনামগগঞ্জ মর্গে পাঠানো হবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
Leave a Reply