জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি::বাংলাদেশে একসময় ফুটবলের জনপ্রিয়তা ছিল লক্ষ করার মতো।ফুটবল খেলা দেখার জন্য হাটে-বাজারে ঢোল বাজিয়ে প্রচার চালানো হতো।সেই প্রচারণাতেই মাঠে অসংখ্য দর্শক সমাগম হতো। গ্রামগঞ্জের সেই ফুটবল খেলার ঐতিহ্যকে বুকে লালন করে সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়নে স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে বৃহস্পতিবার ৪টায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে রানীগঞ্জ সুপার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
ফাইনাল ম্যাচে জাকারিয়া ইউনাইটেড বনাম সাহেদ ব্রাদার্স মধ্যে খেলা অনুষ্টিত হয়।খেলার ৩৫ মিনিটে জাকারিয়া ইউনাইটেড এর মোস্তাফিজুল গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।৭০ মিনিটে সাহেদ ব্রাদার্স এর সাহেদ গোল করলে সমতা বিরাজ করে।খেলাটি গোল শূন্য ড্র হলে ট্রাইফিগার জাকারিয়া ইউনাইটেড জয় লাভ করে।খেলায় ম্যাচ রেফারী দায়িত্বপালন রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সুলেমান মিয়া সহকারী রেফারীর দায়িত্বপালন করেন রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি মো. আলিনুর রহমান,সদস্য রাজু মিয়া,ধারাভাষ্যকারের দায়িত্বপালন করেন জগন্নাথপুর উপজেলার অন্যতম ধারাভাষ্যকার স্পোর্টিং ক্লাবের সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. গোলাম সারোয়ার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনা টেলিফোন সেন্টারের ম্যানেজার মো.আব্দাল মিয়া,কুয়েত প্রবাসী মো.খালিকনুর মিয়া,রানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সহ সাধারন সম্পাদক মুন্না আহমদ,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সাজু, নির্বাহী সদস্য এলেমান মিয়া,ক্রীড়া সম্পাদক মো. সোহাগ আহমদ,
সহ ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন সুমন,অফিস সম্পাদক কাওছার আহমদ,সহ অফিস সম্পাদক আবুল কাসেম নাহিদ,সদস্য আনহার হোসেন, আজমল হোসেন, মালেক আহমদ মান্না,রাজু আহমদ,শিবলু,স্বপন,হোসেন মিয়া,মিজানুর রহমান,সাফানি মিয়া,শাহেদ মিয়া,রাজন দাশ,রফিকুল ইসলাম,সুজন মিয়া,দিদার মিয়া সহ বাজারের ব্যবসায়ী সাধারন শ্রেনী পেশার জনগন।
Leave a Reply