জগন্নাথপুর প্রতিনিধি::জগন্নাথপুরে সরকারী জায়জায় মাটি ভরাট করায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকি এ রায় প্রদান করেন।
জানা যায়, উপজেলা কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের আশু মিয়ার লোকজন নাদামপুর পয়েন্টস্থ জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পাশে সরকারী জায়গায় মাটি ভরাটের কাজ করছিলেন। এ কাজের তদারকির দায়িত্ব ছিলেন মজিদপুর গ্রামের সিরাজুল ইসলাম। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে সরকারী জায়গায় মাটি ভরাটের কাজ চলছিল। যার প্রক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply