জগন্নাথপুর সংবাদদাতা:: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে গ্রামবাসী স্বেচ্ছায় গ্রাম লকডাউন শুরু করেছেন। আজ শুক্রবার থেকে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল ও বালিশ্রী গ্রাম লকডাউন করা হয়েছে। এর আগেই ওই ইউনিয়নের বাঘময়না ও গর্ন্ধবপুর গ্রাম লকডাউন করা হয়। গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিলেও গ্রামের মানুষ এসব না মেনে অযথা খেয়াল খুশিমতো ঘোরাঘুরি করেন। তাই গ্রামবাসী সভা করে সর্বসম্মতভাবে গ্রাম লকডাউনের সিদ্ধান্ত নেন।রৌয়াইল গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেন জানান, গ্রামের সব ক’টি প্রবেশ পথে আমরা বাঁশের বেড়িক্যাড দিয়েছি। যাতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হন। এছাড়াও আত্মীয় স্বজনদের বাড়ীতে যাওয়া আসা বন্ধ রয়েছে। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত মানার পাশাপাশি আমাদের গ্রামবাসীর সিদ্ধান্তে গ্রামে লকডাউন চলবে।রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্বেচ্ছায় লকডাউন শুরু হয়েছে। আশা করছি, পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গ্রাম লকডাউন হবে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম বলেন, ব্যক্তিগত ও সামাজিক সচেতনতাই পারে করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করতে।স্বেচ্ছায় লকডাউন একটি ভালো উদ্যোগ।
Leave a Reply