জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৩টি গরুসহ ২গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈরাটী গ্রামের মো.ফজলু মিয়ার ছেলে টিটু মিয়া (২৪) ও বিশ^ম্ভরপুর থানার শরিফপুর গ্রামের মো.লাল মিয়ার মো. বাদল মিয়া (২২)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার অফসিার ইনর্চাজ মোহাম্মদ হারুনূর রশৗদ চৌধুরীর দিক নর্দিশেনায় এসআই মোঃলুৎফুর রহমান ও এএসআই মোঃ মোশাহদি ময়িা সহ একদল পুলিশ এবং বশ্বিম্ভপুর থানার পুলশিরে সহযোগতিায় বশ্বিম্ভপুর থানা এলাকা হইতে গতকাল সোমবার ৩ টি গরু উদ্ধার সহ টটিু ময়িা (২৪), মোঃ বাদল ময়িা (২২) কে গ্রেফতার করা হয়।উক্ত বষিয়ে জগন্নাথপুর থানায় মামলা হয়েছে।েগ্রেফতারকৃত আসামীদের সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply