শাহ এস এম ফরিদ জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত ও ১বছরের সাজাপ্রাপ্ত এবং অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো উপজেলার পৌরশহরের হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত রফিক উল্লাহ ছেলে জুনেদ আহমদ (৪৫)।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুলাই) রাত্র ২ টায় ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে এএসআই আফসার, এএসআই মুক্তার,এএসআই প্রনয় নাল সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চাতলপাড় (সম্মানপুর) গ্রাম হতে জুনেদ আহমদ (৪৫)কে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে সিলেট দায়রা ৭২/১২ এক বছরের সাজাপ্রাপ্ত ও ১০ লক্ষ টাকা অর্থদন্ড সহ ওসামানী নগর থানায় সিআর ৫৩,৫৪,৫৫,৫৬/১৬ এবং সিআর ৬৯/১৩ সহ কানাইঘাট থানায় সিআর ৫/১৩ মামলা সহ ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply