জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আর্থ-সামাজিক সংগঠন ৯ নং ইউপি কল্যাণকামী যুবসংঘের উদ্যোগে ও হযরত মা-ফাতেমা রাঃ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী গোতগাঁও গ্রামের হাজী শাহীন আহমদ চৌধুরীর অর্থায়নে ৩ জুন ১৭ রমজান ইউনিয়নের স্থানীয় আলীগঞ্জ বাজারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কল্যাণকামী যুবসংঘের সভাপতি তুফায়েল মিয়ার সভাপতিত্তে ও যুবসংঘের সাধারণ সম্পাদক সিপন খানের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, ইনাতগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হালিম উদ্দিন, হযরত মা ফাতেমা রাঃ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসিরুদ্দিন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য আব্দুল বারিক, কল্যাণকামী যুবসংঘের উপদেষ্টা সাংবাদিক শাহ এস এম ফরিদ, উপদেষ্টা সাবেক মেম্বার সুনু মিয়া, হবিগঞ্জ শ্রমিক সংগঠনের আঞ্চলিক শাখা ইনাতগঞ্জের শ্রমিক সভাপতি ফুলজার উদ্দিন।
কল্যাণকামী যুবসংঘের সহ-সভাপতি শামিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক শিপন আহমদ শুভ, অর্থ সম্পাদক হাবিবুর রাহমান ছইল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক জুবায়ের খান,সাংগঠানিক সম্পাদক আল-আমিন খান, প্রচার সম্পাদক সুহেল আহমদ, দপ্তর সম্পাদক শাহ মিজান, সমাজকল্যাণ সম্পাদক ইকবাল হোসেন রাজিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাদিকুর রাহমান জুয়েল প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার পাঁচ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply