-
- জাতীয়
- জাতীর পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই প্রতিপাদ্যকে নবীগঞ্জ প্রতিবাদ সমাবেশ
- আপডেট টাইম : December, 12, 2020, 5:18 pm
- 298 বার
নবীগঞ্জ প্রতিনিধি::জাতীর পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার সরকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্যেগে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মমিন এর সভাপতিত্বে ও পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, মেডিকেল অফিসার আল আসিফ আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, নির্বাচন কর্মকর্তা পার্লি দাশ, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, পল্লি বিদ্যুতের ডিজিএম আলী বর্দী খান সুজন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার, প্রভাষক রেজাউল আলম, এজিএম মুস্তাফিজুর রহমান, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, অধেন্দু দেব, বিপুল চক্রবর্তী প্রমুখ।
অনুষ্টার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা মাবুবুর রহমান। গীতা পাঠ করেন, বিপুল চক্রবর্তী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply